আসন্ন আইপিএলের জন্য চলতি মাসের শুরুতে প্রাথমিকভাবে ১৩৫৫ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। তবে এবার সকল দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্তভাবে ৩৫০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে তারা। আর ছাটাইয়ের পর সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার।
তবে সব থেকে বড় চমক– বিসিসিআই-এর প্রকাশিত ৩৫০ জন ক্রিকেটারের তালিকা নাম নেই সাকিব আল হাসানের। যেখানে এর আগের তালিকায় ১ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছিল সাকিবের জন্য। এবার ছাটাই হয়ে গেলেন সেই অভিজ্ঞ টাইগার অলরাউন্ডার। তবে আগের মতোই সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যই আছে মুস্তাফিজুর রহমানের।
আইপিএলের এই সংক্ষিপ্ত নিলামে আরো এক চমক হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় দলে এখন পর্যন্ত অভিষেক না হওয়া তরুণ বোলার রাকিবুল হাসান। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
এছাড়াও ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে আইপিএল নিলামের এই সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও রিশাদ হোসানের।
এর আগে প্রাথমিকভাবে ১,৩৫৫ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রেরণ করেছিল বিসিসিআই। যেখান থেকে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায়। সেখান থেকে কেউই আগ্রহ জানায়নি সাকিবের প্রতি। তবে প্রাথমিক তালিকার বাইরে নতুন করে নাম উঠে এসেছে আরও ৩৫ ক্রিকেটারের। যার মধ্যে বড় চমক দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি ককের নাম অন্তর্ভুক্তি।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারিনায় স্থানীয় সময় বিকেল ১টায় শুরু হবে আসন্ন আইপিএলের মিনি নিলাম। সেখানে এই ৩৫০ জন ক্রিকেটারের মধ্য থেকে নিজেদের পছন্দমত খেলোয়াড় কিনে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/এফএএস