
টি-টোয়েন্টিতে দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ দল। সবশেষ শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ঘরের মাটিতে পাকিস্তানকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারিয়েছে টাইগাররা। এতে করে সবশেষ চার ম্যাচেই অপরাজিত লিটন দাসের দল। এই ম্যাচগুলোতে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন দলের অনেকেই। যার সুবাদে আইসিসি থেকেও মিলেছে বড় সুখবর।
বুধবার (২৩ জুলাই) সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশিদের মধ্যে উন্নতি করেছেন অনেকেই। তবে বড় উন্নতির মুখ দেখেছেন ৭ ক্রিকেটার। এই তালিকায় ব্যাটারদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী ও পারভেজ হোসেন ইমন। আর বোলারদের তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
প্রথমেই বলতে হয় মুস্তাফিজের কথা। শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তান সিরিজেও দুর্দান্ত বোলিং করেছেন এই পেসার। এতে র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন পর জায়গা ফিরে পেয়েছেন শীর্ষ দশে। ১৭ ধাপ এগিয়ে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে ৯ নম্বরে অবস্থান করছেন কাটার মাস্টার।
আরও পড়ুন:
» হাতছানি দিচ্ছে বড় সুখবর, এবার দরকার হোয়াইটওয়াশ
» দল না জিতলে সেই ম্যাচের রান হিসাব করেন না জাকের!
মুস্তাফিজের পর বাংলাদেশিদের মধ্যে সেরা দুই নম্বরে আছেন শেখ মেহেদি। ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন এই অফস্পিনার। তারই সমান ৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন তানজিম সাকিব। এছাড়া শরিফুল ইসলাম দিয়েছেন লম্বা লাফ। ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার।
তাসকিন আহমেদ একধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন। তবে ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন রিশাদ হোসেন। এছাড়া হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমে গেছেন।
এদিকে ব্যাটারদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছেন তানজিদ হাসান। সবশেষ ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স করে লম্বা লাফ দিয়েছেন এই ওপেনার। ১৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন এই তরুণ ব্যাটার।
বড় লাফ দিয়েছেন বাংলাদেশের ফিনিশিংয়ের ভরসা জাকের আলী। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ১৭ ধাপ এগিয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়া ও ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে ৫৩ নম্বরে অবস্থান করছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া লম্বা লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ২২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন এই মারকুটে ওপেনার।
দুই ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে অবস্থান করছেন তাওহিদ হৃদয়। তবে লিটন দাস একধাপ পিছিয়ে ৪৫ নম্বরে এবং নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে ৭৩ নম্বরে নেমে গেছেন। তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি।
ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৫/বিটি
