
এশিয়া কাপের চলমান আসরের সুপার ফোরে ব্যাট-বলের লড়াই ছাড়াও আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। ফিল্ডিংয়ের সময় ভারতীয় সমর্থকদের উদ্দেশে দেওয়া তার হাতের ইশারা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভারতের ইনিংসে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় কয়েকজন ভারতীয় সমর্থক রউফকে উসকানি দেন। জবাবে তিনি আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন, যেন একটি যুদ্ধবিমান উড়ে গিয়ে পরে ভেঙে পড়ছে।
বিষয়টি পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’-এর সঙ্গে মিলে যায়। ওই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে ফরাসি রাফালও ছিল।
ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি সমর্থকেরা এটিকে সাহসী ও মজার ইঙ্গিত হিসেবে দেখালেও ভারতীয় সমর্থকেরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে মাঠের খেলায় হারিস রউফরা কোনো প্রতিদান দিতে পারেননি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ১৭২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ছয় উইকেট হাতে রেখেই।
ম্যাচ শেষে নতুন করে আলোচনায় আসে দুই দলের করমর্দন না করার বিষয়টি। প্রচলিত নিয়ম অনুযায়ী ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক না হওয়ায় খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে কোনো দলই আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেয়নি।
বিশ্লেষকদের মতে, এ ঘটনাগুলো মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে আবারও দুই দেশের রাজনৈতিক বৈরিতাকে সামনে নিয়ে এসেছে।
ক্রিফোস্পোর্টস/২২সেপ্টেম্বর২৫/এনজি
