Connect with us
ক্রিকেট

বিপিএলে ৫ দল,তামিমের বরিশালকে নিয়ে শঙ্কা!

বরিশালের মালিক ও তামিম
বরিশালের মালিক ও তামিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের আয়োজন করতে খুব বেশি সময় পাচ্ছে না বিসিবি। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর বিপিএলের নতুন কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাছাড়া সদস্য সচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু।

তাছাড়া আসন্ন বিপিএল পরিচালনার জন্য দায়িত্ব বুঝে পেয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। যুক্তরাষ্ট্রভিত্তিক এই স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি আগামী তিন আসর বিপিএলের আয়োজনের দায়িত্ব পেয়েছে। তবে সময় স্বল্পতার জন্য তাদের কাজ করা নিয়েও রয়েছে নানান গুঞ্জন।

সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এ ছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে বিপিএলের ১২তম আসর। তবে তার আগে সবচেয়ে বড় আলোচনা যে, কত দল নিয়ে হবে এবারের বিপিএল।



এ বিষয়ে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, এবার দলের সংখ্যা কমতে পারে। তবে আশা করছেন যে দলগুলো থাকবে তার মধ্যে বরিশালও থাকবে। বরিশালের থাকা না থাকা নিয়ে সাখাওয়াত বলেন, ‘আগের মালিকানা যদি না থাকে নতুন কেউ নেবে। ওপেন টেন্ডার দেওয়া হবে তারপর যে কেউ দল নিতে পারবে। তবে যে কটি দল থাকবে তাদের মধ্যে বরিশাল থাকবে বলে আশা করছি।’

এ নিয়ে বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর থেকে জানা গেল, ৫ দল নিয়েই হবে এবারের বিপিএল। তিনি বলেন, ‘আমরা আসলে ৪ দলের জন্যও ব্যবস্থা করেছি, ৫ দলের জন্যও করেছি। তবে ৬ দল হওয়ার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ ৫ দল হতে পারে। টেন্ডার দেওয়া হবে এরপর আরকি, রংপুর বরিশাল যারাই খেলবে সবার জন্য ওপেন সুযোগ থাকবে।’

উল্লেখ্য, গত দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের না থাকা নিয়ে একধরনের গুঞ্জন রয়েছে। জানা গেছে, এবারের বিপিএল থেকে নিজেদের সরিয়ে নিতে পারে দলটি। তবে শেষ পর্যন্ত কি হয় তা বিপিএল এর ওপেন টেন্ডারের পরেই দেখা যাবে। 

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট