
ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বীতা শুধু ক্রিকেটেই নয়, রাজনীতির মাঠেও। আর এ দুটোই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরেই টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে এই দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্ক। যার প্রভাব নিয়মিতই পড়ছে ক্রিকেটে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনা প্রভাব ফেলেছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। এই ঘটনার জেরে ভারতে ৪ পাকিস্তানি ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের এই চার ক্রিকেটার হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। ভারত থেকে এখন আর কেউ ইনস্টাগ্রামে তাদেরকে অনুসরণ করতে পারবে না।
শুধু বর্তমান ক্রিকেটার নয়, এই ঘটনার জেরে কয়েকজন সাবেক ক্রিকেটারের ইউটিউব চ্যানেলও ভারতে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এই তালিকায় আছেন শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, বাসিত আলি ও রশিদ লতিফসহ আরও বেশ কয়েকজন। মূলত পহেলগামে ঘটনার পর ভারতবিরোধী মন্তব্যের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানায় ভারত সরকার।
আরও পড়ুন:
» তিন ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে মেসির আর্জেন্টিনা
» বাংলাদেশ সফরে দল পাঠাতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড
এর বাইরেও ক্রিকেটকে ঘিরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। পাকিস্তানে চলমান পিএসএলের প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে। ভারতের ফ্যানকোড অ্যাপে পিএসএলের লাইভ সম্প্রচার বন্ধ রয়েছে। তাছাড়া ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও পিএসএলের সরাসরি স্কোর দেখানো বন্ধ করে দিয়েছে।
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল ২০০৮ সালের মুম্বাই হামলা। আইপিএলের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা গেলেও এই হামলার পর থেকে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায়নি কোনো পাকিস্তানি ক্রিকেটারদের।
পরবর্তীতে সম্পর্কের কিছুটা উন্নতি হলে ২০১২ সালের ডিসেম্বরে ভারত সফর করেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে এরপর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। শুধু আইসিসি ইভেন্টে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে সাম্প্রতিক এই ঘটনায় আইসিসি ইভেন্টে পাকিস্তানে মুখোমুখি না হওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই।
উল্লেখ্য, গত ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। আর এই ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/২মে২৫/বিটি
