
ভুটানের নারী ফুটবল লিগের এবারের আসর যেন বাংলাদেশিদের দখলে! তিনটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে নাম লিখিয়েছেন ১০ বাংলাদেশি নারী ফুটবলার। এর মধ্যে পারো এফসির হয়ে খেলছেন সর্বোচ্চ চার ফুটবলার— সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। ক্লাবটির হয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়লেন সাবিনা-ঋতুপর্ণারা।
আজ বৃহস্পতিবার (১৫ মে) ভুটানের উইমেন’স ফুটবল লিগে স্যামতসেকে ২৮-০ গোলে হারিয়েছে পারো এফসি। এর মধ্যে বাংলাদেশের চার তারকাই করেছেন ২৫ গোল! সবাই দেখা পেয়েছেন হ্যাটট্রিকের।
এদিন ম্যাচের নবম মিনিটে প্রথম গোলের দেখা পায় পারো। দলের হয়ে প্রথম গোটি করেন সাবিনা। এরপর ২০ মিনিটের মাথায় দলকে দ্বিতীয় গোল এনে দেন মনিকা। এরপর ২৬ মিনিটের মাথায় সাবিনা এবং ২৯ মিনিটের মাথায় মনিকা আবারও গোল করেন। ৩২ মিনিটের মাথায় প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। প্রথমার্ধ শেষ হওয়ার সাবিনা ৪টি এবং মনিকা আরও দুটি গোলসহ মোট ৪টি গোল করেন। এছাড়া ১টি গোল করেন সুমাইয়া।
আরও পড়ুন:
» সাকিবকে স্বাগত জানিয়ে লাহোর কালান্দার্সের বার্তা
» শান্ত-লিটনদের পাকিস্তান সফর নিয়ে মিলল সুখবর
প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো। এরপর দ্বিতীয়ার্ধে আরও ১৮টি গোল দেয় ক্লাবটি। যার মধ্যে ১৬টি গোলই আসে বাংলাদেশি ফুটবলারদের পা থেকে। সাবিনা ৫টি, সুমাইয়া ৪টি, ঋতুপর্ণা ৪টি এবং মনিকা ৩টি গোল করেন।
সবমিলিয়ে সাবিনা তিন হ্যাটট্রিকে মোট ৯টি গোল করেছেন। মনিকা দুই হ্যাটট্রিকসহ গোল করেছেন ৭টি। এছাড়া সুমাইয়া এক হ্যাটট্রিকে ৫টি এবং ঋতুপর্ণা এক হ্যাটট্রিকে ৪টি গোল করেছেন। ৯ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাবিনা।
ক্রিফোস্পোর্টস/১৫মে২৫/বিটি
