Connect with us
ক্রিকেট

অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিলেন ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি

আসিফ আফ্রিদি। ছবি- সংগৃহীত

৩৮ বছর বয়সে টেস্ট ফরম্যাটে অভিষেক হলো পাকিস্তানি স্পিনার আসিফ আফ্রিদির। আর অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন এই বাঁহাতি স্পিনার। টেস্ট ক্রিকেটে বেশি বয়সে অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে অভিষেক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর দখলে।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয় ৩৮ বছর ২৯৯ দিন বয়সী আসিফের। অভিষেক ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েন তিনি।

এই কৃতিত্বে আসিফ ভেঙেছেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওটের রেকর্ড। ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৭৭ দিন বয়সে অভিষেক হয়েছিল মেরিওটের। সেই ম্যাচের প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি।



রাওয়ালপিন্ডিতে আসিফের দুর্দান্ত বোলিংয়ে এগিয়ে গেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩৩ রান তোলার পর বল হাতে নেমে ২৮৩ রানে দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট তুলে নেয় দলটি। বল হাতে ঝলক দেখান আসিফ আফ্রিদি। গতকাল বিকেলে টনি ডি জর্জি ও ডিউয়াল্ড ব্রেভিসের উইকেট নেন তিনি। আজও দুর্দান্ত ছন্দে বল করে ফেরান কাইল ভেরেইনার, ত্রিস্তান স্টাবস ও সাইমন হারমারকে।

পাকিস্তান টেস্ট ক্রিকেটে ২৬০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে আসিফ আফ্রিদির। তাঁর আগে পাকিস্তানের হয়ে টেস্টে তাঁর চেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছিল মাত্র দুইজনের—অফস্পিনার মিরান বখশ এবং পেসার-লেগ স্পিনার আমির এলাহির।

ভারতের বিপক্ষে ১৯৫৫ সালের জানুয়ারিতে লাহোরে টেস্টে অভিষেক হয় মিরান বখশের, বয়স ছিল ৪৭ বছর ২৮৪ দিন। আর ১৯৫২ সালে পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক হয় আমির এলাহির, তখন তাঁর বয়স ছিল ৩৪ বছর ৪৫ দিন।

ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট