Connect with us
ফুটবল

৩০ দেশের ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত

২০২৬ ফুটবল বিশ্বকাপ
২০২৬ ফুটবল বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই বাছাইপর্ব জমে উঠেছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। আয়োজক হওয়ায় স্বাগতিক হিসেবে মূলপর্বে জায়গা পেয়েছে তিনটি দেশই। এছাড়াও এখন পর্যন্ত আরও ২৭টি দেশ তাদের টিকিট নিশ্চিত করেছে। সব মিলিয়ে মূলপর্বে উঠেছে ৩০ দল।

ইউরোপ থেকে সরাসরি জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে। উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চল থেকে আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে জায়গা নিশ্চিত করেছে কানাডা।

আফ্রিকা অঞ্চলে টিকিট পেয়েছে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিশর, সেনেগাল, তিউনিশিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা।



এশিয়া থেকেও ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্দান, কাতার ও উজবেকিস্তান। অন্যদিকে ওশিয়ানিয়া অঞ্চল থেকে নিশ্চিত হওয়া দল নিউজিল্যান্ড।

ফুটবলে বরাবরই ইউরোপ ও আমেরিকার দেশগুলো আধিপত্য দেখিয়ে আসছে। তবে আসন্ন ৪৮ দলের বিশ্বকাপে ইউরোপিয়ান এবং দক্ষিণ আমেরিকার বড় দলগুলো নিজেদের স্বভাবসুলভ আধিপত্য দেখালেও আফ্রিকা ও এশিয়ার দলগুলোও জায়গা করে নিচ্ছে নিজেদের পারফর্মেন্সের জোরে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে আরও প্রতিযোগিতাপূর্ণ।

এখনো বাকি আছে ১৮টি জায়গা। তার মধ্যে ১৩টি আসবে বাছাইপর্বের লিগ পর্ব থেকে আর বাকি ৫টি নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। তবে এখনো পর্যন্ত ফুটবল বিশ্বকাপে নিজেদের টিকিট নিশ্চিত করতে পারেনি জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডসের মত দলগুলো। এদিকে টুর্নামেন্ট শুরু হবে ২০২৬ সালের জুনে, যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে।

এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাওয়া ৩০ দল: ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিশর, সেনেগাল, তিউনিশিয়া, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্দান, কাতার, উজবেকিস্তান, নিউজিল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল