Connect with us
ক্রিকেট

এক ইনিংসে দেড়শ করলেন নিউজিল্যান্ডের ৩ ব্যাটার

3 New Zealand batsmen score 150s in an innings
বুলাওয়ে টেস্টে দেড়শ করেছেন তিন কিউই ব্যাটার। ছবি- জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়েতে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির উৎসবে মেতেছেন কিউই ব্যাটাররা। জিম্বাবুয়েকে অল্প রানে গুড়িয়ে দেওয়া পর ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন ৩ ব্যাটার। তবে সেঞ্চুরি তুলেই থামেননি। তিন ব্যাটারই পৌঁছেছেন দেড়শো রানের মাইলফলকে। তাতে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৬০১ রান করেছে কিউইরা।

সফরকারীদের হয়ে ক্রিজে আছেন রাচিন রবিন্দ্র ও হেনরি নিকোলাস। রবীন্দ্র দেড়শ ছাড়িয়ে ১৬৫ রানে আছেন। ১৩৯ বলে ২১ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজিয়েছেন এই অলরাউন্ডার। অপরপ্রান্তে ১৫০ রান করে অপরাজিত আছেন নিকোলাস। ২৪৫ বলে ১৫ চারের মারে ইনিংসটি সাজিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

এছাড়া আরেকটি দেড়শ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। সাজঘরে ফেরার আগে ১৫৩ রান করেন তিনি। ২৪৫ বলে ১৮ চারের মারে ইনিংসটি সাজান এই ওপেনার। এছাড়া উইল ইয়ং ৭৪ এবং জ্যাকব ডাফি ৩৬ রানের ইনিংস খেলে ফিরে গেছেন।



তিন ব্যাটারের দেড়শো রানের ইনিংসে ভর করে ৬০১ রান তুলে নিয়েছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের এটাই সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ স্কোর ছিল ৫৮২। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিপক্ষের ষষ্ঠ সর্বোচ্চ রানের ইনিংস ৬০১। সর্বোচ্চ ইনিংসটি অস্ট্রেলিয়ার, ২০০৩ সালে ৭৩৫ রান করেছিল তারা। তবে নিউজিল্যান্ড এখনো ইনিংস ঘোষণা করেনি। তাই তৃতীয় দিনে সুযোগ থাকবে সংগ্রহ আরো বাড়িয়ে নেওয়ার।

এদিকে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাট হেনরি-জ্যাক ফাউলকেসদের বোলিং তোপে ১২৪ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরা ব্রেন্ডন টেলর। এছাড়া ৩৩ রান আসে তিসিগার ব্যাট থেকে। নিউজল্যান্ডের পক্ষে ফাইফার নেন ম্যাট হেনরি। এছাড়া ফাউলকেস নেন ৪ উইকেট।

আগামীকাল তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন নিকোলাস ও রবীন্দ্র। ইতোমধ্যে কিউইদের লিড দাড়িয়েছে ৪৭৬ রান।

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট