Connect with us
ক্রিকেট

আইপিএলের নিলামে ৩ বাংলাদেশি, কার কতটুকু সুযোগ

Bangladesh announces squad for Women’s World Cup
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নিঃসন্দেহে বলা চলে আইপিএলকে। যার ধারাবাহিকতায় ভারত শুরু করেছিল নারী প্রিমিয়ার লিগ– ডব্লিউপিএল। নারীদের নিয়ে আয়োজিত এই আইপিএল টুর্নামেন্টের সংক্ষিপ্ত নিলামে নাম উঠেছে ৩ বাংলাদেশি ক্রিকেটারের।

গেল ওয়ানডে বিশ্বকাপে দারুন পারফরম্যান্সের পর এবার নারীদের আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন বাংলাদেশি ক্রিকেটাররা, এমনই ধারণা করা হচ্ছিল। সেই ধারাবাহিকতায় এবার ডব্লিউপিএলের সংক্ষিপ্ত নিলামে নাম উঠেছে– পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খানের।

আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী আইপিএলের বহুল প্রতীক্ষিত নিলাম। যেখানে মোট ৮৩ জন বিদেশি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ১৯৪ ভারতীয় ক্রিকেটারসহ মোট ২৭৭ ক্রিকেটারের নাম রয়েছে সংক্ষিপ্ত তালিকায়।



নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মারুফা আক্তার বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে আলোচিত। এই পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। তিনি পেস বোলারদের দ্বিতীয় সেটে ৮৭তম ক্রিকেটার হিসেবে ১৫ নম্বর সেটে আছেন। অন্যদিকে, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং স্পিনার রাবেয়া খানেরও ভিত্তিমূল্য একই—৩০ লাখ রুপি।

তবে নারীদের এই আইপিএলে দল পেতে বাংলাদেশের প্রতিনিধিদের তাকিয়ে থাকতে হবে নিলামের শেষ পর্যন্ত। কেননা নিলামের তালিকায় শেষের দিকে নাম থাকায় প্রথম ধাপে মারুফার নাম ওঠা কিছুটা কঠিন। কারণ, নিলামের শুরুতে মাত্র ৬৭ জন ক্রিকেটারের নাম তোলা হবে।

এরপর শুরু হবে অ্যাক্সিলারেটেড রাউন্ড। সেই রাউন্ডে ফ্র্যাঞ্চাইজিরা নিলামে না ওঠা এবং অবিক্রিতদের মধ্যে পছন্দের ক্রিকেটারদের বেছে নেবে। মারুফার ভাগ্য নির্ধারিত হবে এই অ্যাক্সিলারেটেড রাউন্ডেই।

এদিকে স্পিন বোলিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার নিলামের জন্য নিবন্ধন করা ২২৭ ক্রিকেটারের তালিকার একেবারে শেষ ক্রিকেটার। তিনি অলরাউন্ডারদের ৬ নম্বর সেটে এবং মোট তালিকায় ৩৪ নম্বর সেটে আছেন। রাবেয়া খান অবশ্য একই সেটে স্বর্ণার একটু আগেই আছেন, যার সিরিয়াল ২৩২ নম্বর। 

আর তাই প্রথম ধাপের নিলামে তাদের নাম উঠার সম্ভাবনা অনেকটা নেই বললেই চলে। ফলে তাদেরও মারুফার মতোই অ্যাক্সিলারেটেড রাউন্ডের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে ভক্ত-সমর্থকদের আশা এবার নারীদের আইপিএলে খেলার সুযোগ পাবেন বাংলাদেশি প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট