Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপ ড্র : কোন পটে কারা, গ্রুপ নির্ধারণ কীভাবে

Fifa World Cup 2026
শুক্রবার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। ছবি- ফিফা

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর। এই টুর্নামেন্ট সামনে রেখে আগামীকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ড্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।

৩২ দল থেকে আরও ১৬ দল বেড়ে প্রথমবার ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। তাই এবারের ড্রয়ের নিয়মেও বেশকিছু পরিবর্তন এসেছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোকে চার পটে ভাগ করা হয়েছে। প্রতি পটের একটি দল নিয়ে চারটি দলের একটি গ্রুপ হবে। এভাবে মোট ১২ গ্রুপে ভাগ করা হবে ৪৮টি দলকে।

পট ওয়ানে স্বাগতিক তিনটি দেশসহ সবশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা নয়ের মধ্যে থাকা দলগুলো স্থান পেয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০ বা এর পরে আছে এবং বিশ্বকাপ নিশ্চিত করেছে এমন ৩৬ দলকে তাদের র‌্যাঙ্কিংয়ের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে বাকি পটগুলোতে রাখা হয়েছে। ১০ বা এর পরে র‍্যাঙ্কিংয়ে থাকা ১২টি দল দ্বিতীয় পটে, পরের ১২টি দল তৃতীয় পটে এবং শেষ ১২টি দল চতুর্থ পটে স্থান পেয়েছে।



তবে বিশ্বকাপে এখন পর্যন্ত জায়গা নিশ্চিত করেছে ৪২টি দল। বাকি ৬টি দল উয়েফা প্লে-অফ ও ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ জিতে বিশ্বকাপের টিকিট পাবে। উয়েফা প্লে-অফে ১৬ দলের মধ্যে ৪টি বিজয়ী দল এবং ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে ২টি বিজয়ী দল মূল পর্বের টিকিট পাবে।

র‌্যাঙ্কিং অনুযায়ী চারটি পটের দল :

পট-১ : যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানী।

পট-২ : ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

পট-৩ : নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।

পট-৪ : জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরসাও, হাইতি, নিউজিল্যান্ড, উয়েফা প্লে-অফ বিজয়ী ৪টি দল এবং ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ বিজয়ী ২টি দল।

ড্র’র নিয়ম: প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে একটি করে গ্রুপ নির্ধারণ হবে। তবে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার দুই দল একই গ্রুপে পড়বে না। তবে ইউরোপ থেকে ১৬টি দল খেলবে। তাই ১২ গ্রুপের চারটিতে দুটি করে ইউরোপীয়ান দল থাকবে।

ড্র’য়ের নিয়ম অনুযায়ী একটি গ্রুপে যদি ব্রাজিল থাকে, সেখানে লাতিনের আরেক দল আর্জেন্টিনা কিংবা উরুগুয়ে পড়বে না। সেখানে দক্ষিণ আমেরিকার বাইরের দেশগুলো পড়বে। কিন্তু ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে একই গ্রুপে দুটি দল পড়বে। তবে শুধুমাত্র চারটি গ্রুপেই ইউরোপের দুটি করে দল পড়বে।

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল