
১৫ বারের মতো এবারও বিশ্বকাপে বল সরবরাহ করছে বিশ্ববিখ্যাত খেলাসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গতকাল (২ অক্টোবর) উন্মোচিত হলো এবারের ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’।
২০২৬ বিশ্বকাপ যেন আর বেশি দূরে নেই—আর মাত্র কিছুদিন। একে একে সম্পন্ন হচ্ছে বিশ্বকাপের সব প্রস্তুতি। ফুটবলপ্রেমীদের মনেও শুরু হয়েছে উত্তেজনা। এ উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল ফিফা কর্তৃপক্ষ, উন্মোচন করল ট্রাইওন্ডা বল। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো বিশ্বকাপের অফিসিয়াল বল।
নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলারকে নিয়ে উদ্বোধন করা হয় এই বল। জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান প্রত্যেকে একটি করে ফুটবল হাতে উপস্থিত ছিলেন। বিশেষ মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করেন জিদান নিজেই।
এরপর অনুষ্ঠানের পরিচালক ঘোষণা করেন, ‘এখন আমি আপনাদের সামনে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ট্রাইওন্ডাকে উপস্থাপন করছি।’ সাথে সাথে চারপাশে হাততালিতে মুখরিত হয় পরিবেশ। এভাবেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয় ট্রাইওন্ডা।
‘ট্রাইওন্ডা’ শব্দটি এসেছে দুটি স্প্যানিশ শব্দ ট্রাই ও ওন্ডা থেকে। ট্রাই দ্বারা বোঝানো হয়েছে বিশ্বকাপ আয়োজক তিন দেশকে আর ওন্ডা মানে ঢেউ। লাল, নীল, সবুজ এই তিন রঙের ঢেউ দিয়ে প্রতিফলিত হয়েছে আয়োজক দেশগুলোর ঐক্য। বলটির নকশায় রয়েছে তিন দেশের জাতীয় প্রতীক—যুক্তরাষ্ট্রের জন্য তারা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ঈগল। এই প্রতীকগুলো বলের গায়ে খোদাই করা গ্রাফিক্সে ফুটে উঠেছে।
অ্যাডিডাসের বলটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। বলের ভেতরে বসানো হয়েছে ৫০০ হার্জ সেন্সর। এটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কাছে রিয়েল–টাইম তথ্য পাঠাবে। দ্রুত সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। হ্যান্ডবল কিংবা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতিও সহজে শনাক্ত করা সম্ভব হবে।
গতকাল রাতে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বকাপ বল উন্মোচনের খবর প্রকাশ করা হয়। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল হাজির। এটাই সৌন্দর্য। ট্রাইওন্ডাকে উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত। অ্যাডিডাস আরও একটি বিশ্বকাপ বল উন্মোচন করেছে, যেখানে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের আবেগ ও ঐক্য প্রতিফলিত হয়েছে। ফিফা বিশ্বকাপের জন্য ক্ষণগণনা শুরু হয়ে গেছে। বল মাঠে কবে গড়াবে, সেটা দেখতে আর তর সইছে না।’
২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২টি দেশ। সবার ওপরে উঠে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তবে ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এবারের বিশ্বকাপের আসর।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এনজি
