Connect with us
ফুটবল

২০২৬ বিশ্বকাপ: আর্জেন্টিনাসহ ২২ দেশের জার্সি উন্মোচন করল অ্যাডিডাস

২০২৬ বিশ্বকাপের ২২ দেশের জার্সি উন্মোচন
২০২৬ বিশ্বকাপের জন্য ২২ দেশের জার্সি উন্মোচন। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ এখনো শুরু না হলেও বিশ্বকাপের আমেজ এখন থেকেই দেখতে শুরু করেছে ফুটবল বিশ্ব। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে কেন্দ্র করে এবার একযোগে ২২ দেশের নতুন জার্সি উন্মোচন করেছে অ্যাডিডাস।

বিশ্বকাপে এখন পর্যন্ত ২৮টি দেশ নিশ্চিত করেছে তাদের জায়গা। এর মধ্যে অ্যাডিডাসে চুক্তিবদ্ধ ২২ দেশের জন্য উন্মোচন করা হয়েছে নতুন হোম কিট। ঐতিহ্য, আধুনিকতা আর প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই জার্সিগুলোয় ফুটে উঠেছে প্রতিটি দেশের আলাদা পরিচয়।

আর্জেন্টিনার পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা ডিজাইন এবার আরও নতুন ভাবে এসেছে। জার্মানির জার্সিতে দেখা গেছে জ্যামিতিক নকশার পুনরাবৃত্তি, আর জাপানের জার্সিতে সূর্যোদয়ের রঙ থেকে নেওয়া অনুপ্রেরণা। প্রতিটি ডিজাইনেই স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসকে আধুনিক দৃষ্টিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।



অ্যাডিডাস জানিয়েছে, এই জার্সিগুলো কেবল নকশার দিক থেকেই নয়, পারফরম্যান্স প্রযুক্তিতেও নতুন মাত্রা যোগ করেছে। খেলোয়াড়দের আরাম নিশ্চিত করতে ব্যবহৃত হয়েছে ‘ক্লাইমাকুল+’ প্রযুক্তি, যা শরীরে বায়ু চলাচল বাড়িয়ে গরম আবহাওয়ায়ও শীতল রাখবে। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ভৌগোলিক বৈচিত্র্য মাথায় রেখে তৈরি করা হয়েছে প্রতিটি জার্সি।

প্রতিটি জার্সিতেই যুক্ত করা হয়েছে কিছু সুনির্দিষ্ট বিবরণ। কিছু জার্সিতে রয়েছে লুকানো বার্তা, কোথাও লেন্টিকুলার ক্রেস্ট যা দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। অ্যাডিডাস ফুটবলের জেনারেল ম্যানেজার স্যাম হ্যান্ডি বলেন, “জাতীয় দলের জার্সি কেবল পোশাক নয়, এটি একতা ও গর্বের প্রতীক। এই ডিজাইনগুলো প্রতিটি দেশের শিকড়কে সম্মান জানায়, আবার নতুন প্রজন্মের গল্পও বলে।”

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। বাছাইপর্ব শেষে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান। তবে এর আগেই, আগামীকাল (৬ নভেম্বর) থেকে উন্মোচিত ২২ দেশের জার্সি অনলাইনে বিক্রি শুরু করবে অ্যাডিডাস।

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল