Connect with us
ক্রিকেট

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সীমা চূড়ান্ত

2026 T20 World Cup schedule finalized
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি- সংগৃহীত

আগামী বছর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আসন্ন এই মেগা টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। আগেই জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে। এবার জানা গেল টুর্নামেন্ট শুরুর চূড়ান্ত সময়।

সব ঠিক থাকলে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্ব আসরের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। যে কারণে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ভারত হলেও, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। এতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে পাকিস্তানের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানেই।



ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। তবে ফাইনাল কোথায় হবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর পাকিস্তান ফাইনালে না গেলে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

২০২৪ আসরে প্রথমবারের মতো ২০ দল নিয়ে মাঠে গড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারও অংশ নেবে ২০ দল। ৫ দল করে মোট ৪ গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে অংশ নেবে দলগুলো। এরপর সুপার ৮, সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ১৫টি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। এগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট