চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপ দারুন ভাবে আলোচনায় ছিল বিভিন্ন ক্রিকেটারদের অসাধারণ পারফরমেন্সের কল্যাণে। বিশ্বব্যাপী ২০২৫ নারী বিশ্বকাপ বেশ অসাধারণ ভাবে দর্শকদের আকর্ষণ কাড়তে সমর্থ্য হয়েছিল। এবার আইসিসির প্রকাশিত এক ফলাফলে বড় ধরনের রেকর্ড গড়েছে সেই নারী টুর্নামেন্টটি।
আইসিসির প্রকাশিত তথ্য মতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ ডিজিটাল প্লাটফর্ম থেকে দেখা হয়েছে প্রায় ৫.২ বিলিয়ন বা ৫২০ কোটি বার। যা ক্রিকেট ইতিহাসে যেকোনো নারী ইভেন্টে সর্বোচ্চ ডিজিটাল সম্পৃক্ততার রেকর্ড গড়েছে। এমনকি যেকোন ধরনের খেলাধুলায় নারী ইভেন্টের ক্ষেত্রে এই টুর্নামেন্ট নারী ক্রিকেটকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।
গেল বছরের ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবারের ওয়ানডে বিশ্বকাপে ডিজিটাল প্লাটফর্মে দর্শকদের সম্পৃক্ততা ছিল ১.৫ বিলিয়ন বা প্রায় ১৫০ কোটি ভিউ বেশি। এবারের টুর্নামেন্টে কেবল ফাইনাল ম্যাচে জয়ের মুহূর্ত একসঙ্গে দেখেছেন ৮৭ মিলিয়ন বা ৮ কোটি ৭০ লাখের বেশি মানুষ। আর সেমিফাইনালে উল্লাসের দৃশ্যগুলো ছাড়িয়েছে ৭ কোটির বেশি ভিউ।
কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের ডিজিটাল মিডিয়া সম্পৃক্ততা ছিল ২৭৯ মিলিয়ন বা ২৭ কোটি ৯০ লাখের বেশি। যা গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের (৮৪ মিলিয়ন বা ৮ কোটি ৪০ লক্ষ ভিউ) তুলনায় অন্তত তিনগুণ বেশি । এছাড়া আইসিসের ওয়েবসাইট প্রায় ৮.৫ মিলিয়ন বা ৮৫ লক্ষ দর্শক আকর্ষণ করেছে।
উল্লেখ্য, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রোটিয়া নারীদের পরাজিত করে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। লরা ওয়লভার্টদের বিপক্ষে ৫২ রানের জয় পায় প্রায় ১৪০ কোটি জনসংখ্যার প্রতিনিধি হারমানপ্রীত কৌরের দল।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/এফএএস