Connect with us
ক্রিকেট

২০২৫ এশিয়া কাপের চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা

2025 Asia Cup venue and final schedule announced
সেপ্টেম্বরে পর্দা উঠছে এশিয়া কাপের। ছবি- সংগৃহীত

অবশেষে নানা জল্পনার পর সেপ্টেম্বরেই মাঠে গড়াচ্ছে ২০২৫ এশিয়া কাপ। আজ শনিবার (২৬ জুলাই) আসন্ন এই টুর্নামেন্টের চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি।

২০২৫ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাটিতে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে দলগুলো। এরপর ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নাকভি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এসিসি পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি। মাঠে দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় আমরা। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।’

আরও পড়ুন:

» এশিয়া কাপের আগে ২ দলের সঙ্গে সিরিজ খেলার আলোচনায় বিসিবি

» মাহমুদুল্লাহকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস রিশাদের 

গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। সেপ্টেম্বরে ভারতে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও ভেন্যু ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যে কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা আরো বাড়তে থাকে।

এ নিয়ে গত ২৪ জুলাই ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ঢাকায় সফল বৈঠকের পর এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা অনেকটা কমে যায়। তখন ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায় সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তবে বৈঠক শেষে এসিসির পক্ষ থেকে এশিয়া কাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অবশেষে এসিসি সভাপতি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা করলেন।

২০২৫ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের টুর্নামেন্টে মোট আট দল অংশ নেবে। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট