Connect with us
ক্রিকেট

অভিমান ভেঙে দলের সঙ্গে যোগ দিলেন নোয়াখালীর ২ কোচ

Khaled, Shanto and Talha
বিকেলে অনুশীলনে নাজমুল শান্তের সাথে সুজন ও তালহা। ছবি: সংগৃহীত

আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারের আসরের পর্দা উঠার আগেই ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা। 

আজ (বৃহস্পতিবার) সকালে হয়েছে চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা পরিবর্তন। মালিকপক্ষ জানিয়েছে দল চালানোর মতো আর্থিক সক্ষমতা তাদের নেই, তাই দলের দ্বায়িত্ব এখন বিসিবির কাঁধে।

দুপুর না পেরোতেই ঘটে আরেক অঘটন,  ম্যাচ শুরুর আগেরদিন অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলের প্র্যাকটিস অসম্পূর্ণ রেখে মাঠ ছাড়েন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের। পরে শোনা যায় দলের দ্বায়িত্ব ছেড়ে ঢাকায় আসবেন তারা।



তবে নাটকীয়তার এখানেই হয়নি, ঘটনার তিন ঘন্টা পার না হতেই অভিমান ভেঙে আবারো দলের সঙ্গে যুক্ত হয়েছেন দুই কোচ। নোয়খালী এক্সপ্রেসের মালিকের সঙ্গে বিকেলে অনুশীলনে যোগ দেন ২ কোচ। পরে গণমাধ্যমের হয়েছেন নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ। সাংবাদিকদের তিনি বলেন, হিট অব দ্য মোমেন্টে এমনটা ঘটেছিল।

এদিকে আসর শুরুর আগেরদিন দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নোয়াখালীর অধিনায়কত্ব করবেন সৈকত আলী।

নোয়াখালী এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে। তবে এর আগে  অন্য দলের হয়ে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে সৈকতের। মিডল অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে তার কার্যকরী মিডিয়াম পেসারের দ্বায়িত্বও পালন করতে পারেন তিনি।

এখন পর্যন্ত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন সৈকত। তবে কখনোই কোনো দলকে নেতৃত্ব দেননি তিনি। বিপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট