বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর ঘিরে নাটকীয়তার শেষ নেই। প্রথমে পাঁচ দল বললেও সর্বশেষ দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসকে যুক্ত করা হয়েছে ষষ্ঠ দল হিসেবে। এদিকে কয়েক দফা পেছানোর পর নিলামের তারিখ চূড়ান্ত হয়েছে ৩০ নভেম্বর। বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন তালিকায় নাম এসেছিল ৫০০-র বেশি। সেখান থেকে বাছাই করে রাখা হয়েছে ২৫০ জনকে। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও একইভাবে করে উঠে এসেছে ১৬৬ জনের নাম।
এবারের আসর উপলক্ষে ছয় ক্রিকেটার জায়গা পেয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম শেখ। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ টাকা। এর মধ্যে লিটন ও নাঈম বাদে সবাই দল পেয়েছে।
‘বি’ ক্যাটাগরিতে পরিচিত সব মুখ। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শামীম পাটোয়ারী, জাকের আলি অনিক, সৌম্য সরকার, হাসান মাহমুদ, শেখ মাহেদী, ইয়াসির রাব্বি মোট ২০ জন। এখানে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতেও রয়েছেন সাব্বির রহমান, আফিফ হোসেন, মুমিনুল হক, এনামুল হক বিজয়, জাকির হাসান, আকবর আলি, মিঠুন, মোসাদ্দেক, তাইজুল, এবাদতসহ মোট ১৮ ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য নির্ধারিত ২২ লাখ টাকা।
১৮ লাখ টাকার ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ১৯ ক্রিকেটার। নাসির হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, হাসান মুরাদ, হাবিবুর রহমান সোহান, তোফায়েল আহমেদসহ এই তালিকায় বেশ কিছু নিয়মিত ঘরোয়া মুখ রয়েছে।
‘ই’ ক্যাটাগরিতে আছে মোট ৩৭ জন ক্রিকেটার। সোহাগ গাজী, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, শেখ পারভেজ জীবনসহ যারা আছেন, তাদের ভিত্তিমূল্য ১৪ লাখ টাকা।
সবশেষ ‘এফ’ ক্যাটাগরি। এখানে ৬৬ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। ভিত্তিমূল্য ১১ লাখ টাকা। ঘরোয়া ক্রিকেটের নতুনরা এবং কয়েকজন বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা ক্রিকেটাররা রয়েছেন এই ক্যাটাগরিতে।
আগামী ৩০ নভেম্বর হোটেল রেডিসন ব্লুতে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে প্লেয়ার নিলাম। বিপিএলকে সামনে রেখেই ইতোমধ্যে প্রত্যেক দল দুজন করে দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/টিএ