Connect with us
ফুটবল

মাঠেই লুটিয়ে পড়ে না ফেরার দেশে ১৫ বছরের ফুটবলার

Atziri Ledif Galeana Valencia
আতজিরি লেদিফ গালেয়ানা ভ্যালেন্সিয়া। ছবি- সংগৃহীত

ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ বছর বয়সী এক নারী ফুটবলার। মেক্সিকোর মিচোয়াকান রাজ্যের লাজারো কার্ডেনাস শহরে একটি মেয়েদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটেছে। চিভাস ক্লাবের হয়ে খেলা এই ফুটবলারের নাম আতজিরি লেদিফ গালেয়ানা ভ্যালেন্সিয়া। খবর দ্য সান

শনিবার (২৪ মে) লাজারো কার্ডেনাস শহরে একটি মেয়েদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টোরিজ ও চিভাস। ম্যাচের ৭২তম মিনিটে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন আতজিরি ভ্যালেন্সিয়া। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

মেক্সিকোতে এখন তীব্র তাপদাহ চলছে। আর সেদিন বিকেলে ফাইনাল ম্যাচ চলাকালীন লাজারো কার্ডেনাস শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। নিড টু নো এর তথ্যমতে, তীব্র তাপদাহের কারণে হিটস্ট্রোক করে মাঠে পড়ে যান আতজিরি।


আরও পড়ুন :

» হামজা-সামিত-ফাহমিদুলরা বাংলাদেশে আসবেন কবে?

» ৪২৭ রান তাড়া করতে নেমে ২ রানে অলআউট


কিছু প্রত্যক্ষদর্শীর মতে, মাঠে খিঁচুনি শুরু হয় আতজিরির। এরপর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন মাঠে উপস্থিত মেডিকেল টিম দ্রুত তাকে সিপিআর ও অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

আতজিরি এমন মর্মান্তিক মৃত্যুর পর ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়। এই ম্যাচে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে মিচোয়াকান স্টেট প্রসিকিউটরস অফিস।

ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল