Connect with us
ক্রিকেট

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যে ১৫ দল

Italy qualified for 2026 T20 WC
প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইতালি। ছবি- আইসিসি

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০২৪ আসরের পর দ্বিতীয়বারের মতো ২০ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই মেগা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে ১৫টি দেশ।

সবশেষ বাছাইপর্ব খেলে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইতালি ও নেদারল্যান্ডস। গতকাল শুক্রবার (১১ জুলাই) ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে পাঁচ দলের মধ্যে শীর্ষে থেকে মূল পর্বের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইউরোপের এই দেশটি।

সবমিলিয়ে ১৫টি দেশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বাকি পাঁচটি দেশও বাছাইপর্ব খেলে বিশ্বকাপে জায়গা করে নেবে। আফ্রিকান কোয়ালিফায়ার থেকে ২টি দল এবং পূর্ব এশিয়ান কোয়ালিফায়ার থেকে ৩টি দল নিয়ে ২০ দল পূর্ণ হবে।

আরও পড়ুন:

» কেমন হবে এশিয়ান কাপের ফরমেট, থাকছে কয়টি করে ম্যাচ?

» ফুটবলে ব্যর্থ হলেও ক্রিকেটে ২০২৬ বিশ্বকাপে জায়গা পেল ইতালি 

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আফ্রিকার বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যেখানে মূল পর্বের টিকিটের জন্য মোট ৮টি দল লড়বে। অন্যদিকে ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পূর্ব এশিয়ার বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যেখানে ৯টি দল লড়বে।

২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। আয়োজক দেশ হিসেবে আগেই বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এই দুটি দলের। ২০২৪ বিশ্বকাপে সুপার এইটে ওঠা দলগুলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে।

টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে ৩টি দলের। এগুলো হলো- পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। এছাড়া আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করেছে কানাডা এবং সবশেষ ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে ইতালি ও নেদারল্যান্ডস মূল পর্বের টিকিট পেয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করা ১৫ দল-

ভারত (আয়োজক), শ্রীলঙ্কা (আয়োজক), বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট