Connect with us
ক্রিকেট

এসএ টোয়েন্টির ড্রাফটে সাকিব-মুস্তাফিজ-লিটনসহ ১৪ বাংলাদেশি

14 Bangladeshis in SA Twenty20 draft
এসএ টোয়েন্টির ড্রাফটে আছেন ১৪ বাংলাদেশি। ছবি- সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ লিগের চতুর্থ আসর। নতুন আসর সামনে রেখে আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। তার আগে ড্রাফটে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

এবারের ড্রাফটে নাম দিয়েছেন ১৪ বাংলাদেশি ক্রিকেটার। এই তালিকায় আছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এছাড়া তানজিদ তামিম, নাহিদ রানা ও তানজিম সাকিবের মতো তরুণ সেনসেশনরাও।



বাংলাদেশির মধ্যে সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। তার রিজার্ভ প্রাইস দেড় লাখ দক্ষিণ আফ্রিকান রেন্ড (বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকা)। এরপরেই আছেন সাকিব আল হাসান। তার রিজার্ভ প্রাইস ১ লাখ রেন্ড বা প্রায় ৭০ লাখ টাকা।

এসএ২০’র চতুর্থ আসরের ড্রাফটে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি, তানজিদ হোসেন তামিম, শামিম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

ড্রাফটে চমক হিসেবে আছেন ইংলিশ কিংবদন্তি পেসার বোলার জেমস অ্যান্ডারসন। ৪৩ বছর বয়সী এই পেসার সম্প্রতি টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন। এতে দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন তিনি। এরপর ম্যানচেস্টার অরিজিন্যালসের হয়ে দ্য হান্ড্রেডেও খেলেছেন তিনি। এবার ড্রাফট থেকে দল পেলে এসএ২০ টুর্নামেন্টেও দেখা যাবে এই কিংবদন্তিকে।

এবারের ড্রাফটে দেশি-বিদেশি মিলিয়ে তোলা হচ্ছে ৫৪১জন ক্রিকেটারকে। এর মধ্যে ৩০০ জন দক্ষিণ আফ্রিকান, বাকি ২৪১ জন বিদেশি ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের জন্য শূন্যস্থান আছে ৫৯ টি, অন্যদিকে সর্বোচ্চ ২৫জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট