
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে দ্রুতগতির ফিফটির রেকর্ডটা এখনো যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি তুলে নিয়েছিলেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার। এবার মাত্র ১ বলের জন্য এই রেকর্ড ছোঁয়া হলো না নামিবিয়ার ক্রিকেটার জান ফ্রাইলিঙ্কের।
জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৩ বলে ফিফটি হাকিয়ে রেকর্ডবুকে নাম লেখানেন ফ্রাইলিঙ্ক। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ফিফটি তুলে নিলেন নামিবিয়ার এই ওপেনার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ১৩ বলে ফিফটি রানের মাইলফলকে পৌঁছান ফ্রাইলিঙ্ক। ৭টি চার ও ৩টি ছক্কার মারে রেকর্ডগড়া এই ইনিংস খেলেন তিনি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর ব্যাটার হিসেবে পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে দ্রুতগতির ফিফটি।
পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে দ্রুতগতির ফিফটি তালিকায় যুবরাজ সিং ও ফ্রাইলিঙ্কের পরেই আছেন কলিন মুনরো। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৪ বলে ফিফটি তুলে নিয়েছিলেন এই কিউই ব্যাটার।
তালিকার চারে আছেন দক্ষিণ আফ্রিকা তারকা কুইন্টন ডি কক। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি তুলে নিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এ ছাড়া ১৬ বলে ফিফটি তুলে নেওয়া ব্যাটারদের তালিকায় আছেন শাই হোপ, মঈন আলী, মার্কো ইয়ানসেন ও টিম ডেভিড।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুতগতির ফিফটির রেকর্ডটি লিটন দাসের দখলে। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি হাঁকিয়েছিলেন এই টাইগার দলপতি।
ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/বিটি
