Connect with us
ক্রিকেট

শততম টেস্ট : মুশফিককে ‘কিংবদন্তি’ আখ্যা দিলেন সিমন্স

Phil Simmons talk about Mushfiqur Rahim
ফিল সিমন্স এবং মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় লিখতে যাচ্ছেন মুশফিকুর রহিম। দুই দশকেরও বেশি সময় খেলা টাইগারদের মধ্যে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মিরপুরে মাঠে নামলেই দুর্দান্ত সেই মাইলফলক স্পর্শ করবেন মুশফিক।

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোন ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার গৌরব অর্জন করতে যাওয়া মুশফিককে নিয়ে প্রশংসায় মেতে আছে গোটা ক্রিকেটাঙ্গন। এবার ঐতিহাসিক সেই স্পর্শ হতে যাওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মুশফিককে কিংবদন্তি আখ্যা দিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

সংবাদ সম্মেলনে আজ এই ক্যারিবীয় সাবেক তারকা ক্রিকেটার বলেন, ‘মুশফিক অবশ্যই একজন কিংবদন্তি। আমি মনে করি, টেস্ট ক্রিকেটে তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি খুব বেশি খেলোয়াড় করতে পারেনি। সে বহু বছর ধরে পারফর্ম করে আসছে, যা প্রায় ২০ বছরের মতো। তাই তাকে কিংবদন্তি হতেই হবে, কারণ তার এই দীর্ঘস্থায়ীত্ব এবং পারফরম্যান্স তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে।’



ফিল সিমন্স আরও বলেন, ‘আমার মনে হয় তার সাফল্যের সিক্রেট হচ্ছে পেশাদারিত্ব। আপনি নিজেকে পরিচালনা করেন, কীভাবে খেলার উন্নতিতে কাজ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার জন্য কীভাবে কাজ করেন সেটাই মূল বিষয়। আপনি যদি একটু পেছন ফিরে তাকান তাহলে দেখবেন সে আন্তর্জাতিক পর্যায়ে সফল হয়েছে এবং সেটাই তাকে এখানে রেখেছে।’

মাঠে ও মাঠের বাইরে ক্রিকেটাররা মুশফিককে সম্মান করেন এবং তার কথা শুনেন, এমনটি উল্লেখ করে সিমন্স বলেছেন, ‘মুশফিকের প্রতি সবার অগাধ সম্মান রয়েছে। এ কারণেই সব খেলোয়াড় তার কথা শোনে এবং সেও অনেক কিছু শেয়ার করে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। সে যখন কিছু বলতে চায়, সে তা বলে এবং খেলোয়াড়রা তা শোনে।’

বিষয়টি নিয়ে এই টাইগার কোচ আরো যুক্ত করেন, ‘আপনি দেখবেন খেলোয়াড়রা তার সঙ্গে নিয়মিত কথা বলছে, বিশেষ করে এই পর্যায়ে ব্যাটিং নিয়ে। সুতরাং, তার দেয়ার মতো অনেক কিছু আছে এবং খেলোয়াড়রা তার আশেপাশে থাকতে এবং তাকে যথেষ্ট সম্মান করতে পেরে খুশি, যাতে তার কথা মনোযোগ দিয়ে শুনতে পারে।’

উল্লেখ্য, ২০০৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাদা জার্সি গায়ে জড়িয়ে ছিলেন মুশফিকুর রহিম। দীর্ঘ ২০ বছরের জার্নিতে তিনি এখন পর্যন্ত খেলা ৯৯ টেস্ট ম্যাচে প্রায় ৩৮ গড়ে করেছেন দেশের সর্বোচ্চ ৬৩৫১ রান। যেখানে তিনি হাঁকিয়েছেন সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরিসহ মোট ১২ শতক। এছাড়া এখন পর্যন্ত কোনও ইনিংসে ডাক মারেননি মুশফিক।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট