Connect with us
ক্রিকেট

বিপিএলে দল পেতে ১০ ফ্র্যাঞ্চাইজির আবেদন, নেই ফরচুন বরিশাল

BPL Trophy 2025
বিপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

ঘনিয়ে আসছে বিপিএলের নতুন আসর। তার আগে ঘরোয়া এই টুর্নামেন্টে দল পেতে আবেদন করেছে ১০ ফ্রাঞ্চাইজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য দলের মালিকানা কিনতে আবেদন করার শেষ দিন ছিল আজ মঙ্গলবার। যেখানে অবশ্য গেল দুইবারের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের স্বত্ব কেনার আবেদন করেনি কোন ফ্র্যাঞ্চাইজি।

গত কয়েক আসরের ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে বিভিন্ন অনিয়মের কারণে আসন্ন আসর থেকে ৫ বছরের মতো লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি আহবান করেছিল বিসিবি। এই শর্তে ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর তালিকা আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

টুর্নামেন্টের সফল ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিকানা পেতে পুরনো স্বত্বাধিকারের আবেদন না আসা, অনেকের জন্য হতে পারে চমকের। এর আগে বিভিন্ন দলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের পারিশ্রমিক লেনদেনের বিষয়ে নানা সমালোচনা থাকলেও ফরচুন বরিশালকে নিয়ে ছিল না তেমন কোন অভিযোগ। তবুও আসন্ন আসরের জন্য নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।



এদিকে পুরনো মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি না থাকলেও বরিশালের স্বত্ব পেতে আবেদন করেছে ‘আকাশ বাড়ি হলিডেজ’ নামক প্রতিষ্ঠান। এর আগে গেল বছর ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়া চিটাগাং কিংসের ফ্রাঞ্চাইজি পেতে ফের আবেদন করেছে ‘এসকিউ স্পোর্টস’।

আসন্ন টুর্নামেন্টে ফের নোয়াখালী দল পেতে আবেদন পড়েছে। এই দলের মালিকানা পেতে আবেদন করেছে ‘বাংলামার্ক’। এদিকে রাজশাহীর মালিকানা পেতে আবেদন করেছে দুটি ফ্র্যাঞ্চাইজি। গেল আসরের স্বত্বাধিকার ‘দেশ ট্রাভেলসের’ পাশাপাশি ‘নাবিল গ্রুপ’ আবেদন করেছে এই দলের মালিকানা পাওয়ার আশায়।

গেল আসরে প্রথমবারের মতো বিপিএলের দল কিনে ভালো কিছু করার প্রত্যাশা দেখিয়েছিলেন শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমাক হারল‌্যান’। সেই আসরে দলটি আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারলেও পুনরায় ঢাকা ক্যাপিটালসের মালিকানা পেতে আবেদন করা হয়েছে রিমাক হারল‌্যান থেকে।

এছাড়া রংপুর রাইডার্সের মালিকানা ধরে রাখার আশায় আবেদন করেছে ‘বসুন্ধরা গ্রুপ’, খুলনা টাইগার্সের জন্য ‘মাইন্ড ট্রি গ্রুপ’, কুমিল্লা ফাইটার্সের জন্য ‘এসএস গ্রুপ’, আর সিলেট স্ট্রাইকার্সের জন্য ‘জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’। এর আগে ময়মনসিংহ এলাকা থেকে বিপিএলের দল নেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও আবেদন পড়েনি তেমন।

আগে বিভিন্ন সময় টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দলগুলো টিকিট বিক্রি হতে বিসিবির লভ্যাংশের একটি অংশ দাবি করে এসেছে। তবে এবার আসন্ন বিপিএল থেকে প্রথমবারের মতো টিভি স্বত্ব এবং টিকিট বিক্রি হতে লভ্যাংশের ৩০ শতাংশ পাবে দলগুলো। এছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফ্র্যাঞ্চাইজির নিজস্ব বিজ্ঞাপন প্রচারের সুযোগও দেবে বিসিবি।

এবারের বিপিএলে দল পেতে আগ্রহী হলে প্রথম বছরেই ২ কোটি টাকা পে অর্ডার জমা দিতে বলেছে বিসিবি। যাচাই-বাছাইয়ে বাতিল হলে সেই টাকা আবার ফেরত দেয়া হবে। আর বাতিল না হলে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে জমা নেবে বিসিবি। আর ২০২৭ সাল থেকে এই ফি আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি হিসেবে দিতে হবে।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট