Connect with us
ক্রিকেট

আইপিএল বিতর্কের মধ্যে পিএসএলে ১০ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন

Mustafizur Rahman among 10 Bangladeshi players registers for PSL 11
মুস্তাফিজ-সাকিব ও তাসকিন। ছবি- সংগৃহীত

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মাঝে নতুন এক চমক হয়ে এলো মুস্তাফিজুর রহমানের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফেরার খবর। আইপিএল থেকে বাদ পড়ার মাত্র তিন দিনের মাথায় বাংলাদেশের এই তারকা পেসারকে স্বাগত জানাল পাকিস্তান।

ভারত যখন নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দিয়েছে, ঠিক তখনই বাংলাদেশের এই তারকা পেসারকে উষ্ণ অভ্যর্থনায় লুফে নিল পাকিস্তান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে ছিটকে যাওয়ার মাত্র তিন দিনের মাথায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অফিসিয়াল ঘোষণা এলো— আসন্ন ১১তম আসরে মাঠ মাতাবেন ‘দ্য ফিজ’। তবে শুধু মুস্তাফিজ নন, পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন বাংলাদেশের আরও ৯ জন তারকা ক্রিকেটার।

বুধবার পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘ব্যাটাররা সাবধান— নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’



নিবন্ধন সেরেছেন সাকিব-তাসকিনসহ ১০ জন

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডেইলি পাকিস্তান’-এর তথ্যমতে, পিএসএল ১১-এর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, যা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। সেই তালিকায় ইতোমধ্যেই বাংলাদেশের ১০ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। তালিকায় মুস্তাফিজুর রহমান ছাড়াও রয়েছেন; সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ অনেকে।

কাকতালীয়ভাবে এবারের পিএসএল শুরু হচ্ছে আগামী ২৩ মার্চ, ঠিক যেদিন ভারতের আইপিএলের পর্দা ওঠার কথা। ৩ মে পর্যন্ত চলবে ৮ দলের এই লড়াই।

মুস্তাফিজের জন্য পিএসএল কোনো অচেনা জায়গা নয়। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর আবারও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি পেসারের জন্য এবারের আসরটি হতে পারে নিজেকে বিশ্বমঞ্চে নতুন করে প্রমাণের বড় সুযোগ।

নিরাপত্তা শঙ্কার কথা বলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বর্তমানে দুদেশের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা বিরাজ করছে। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার বন্ধ করেছে এবং বিসিবি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে।

সূত্র : ডেইলি পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট