
কয়েকদিন আগে সাকিব আল হাসানকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিলো যুক্তরাষ্ট্রের ক্লাব আটলান্টা ফায়ার। এবার তারা দলে নিলো বাংলাদেশের আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। আটলান্টা ওপেন টি-টোয়েন্টিতে দেখা যাবে দুই টাইগার তারকাকে।
আগামী ৭ থেকে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে এই টুর্নামেন্ট চলবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে ছয়টি দল। যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতির একটি ঘরোয়া টুর্নামেন্ট আটলান্টা ওপেন টি-টোয়েন্টি।
মাহমুদউল্লাহকে স্টার আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে দলটি লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।’
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে টেস্ট (২০২১) এবং টি-টোয়েন্টি (২০২৩) ফরম্যাট থেকেও সরে দাঁড়ান এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন ১৪১টি ম্যাচ, রান করেছেন দুই হাজার ৪৪৪, গড় ২৩.৫০। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। দেশের বাইরে পিএসএল, সিপিএলসহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাও আছে।
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৫/এনজি
