
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন,
“মাঠে আপনার হাসিটাই ছিল অনুপ্রেরণা।”
রিশাদের এই সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে ক্রিকেটভক্তদের মাঝে। অনেকে মনে করছেন, মাহমুদুল্লাহর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর অন্যতম সেরা প্রকাশ এটি।
মাহমুদুল্লাহর গৌরবময় ক্যারিয়ার
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০০৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর থেকে তিনি তিন ফরম্যাটেই ছিলেন ধারাবাহিক। মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে ২০১৫ বিশ্বকাপে দেশের প্রথম শতকের কীর্তি গড়েন ইংল্যান্ডের বিপক্ষে। একই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষেও করেছিলেন সেঞ্চুরি।
জাতীয় দলের নেতৃত্বেও ছিলেন মাহমুদুল্লাহ। বিশেষ করে কঠিন সময়ে দলকে আগলে রাখা এবং শান্ত স্বভাবের জন্য সতীর্থদের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক।
আরও পড়ুন:
»মাইলস্টোন ট্র্যাজেডিতে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের শোক প্রকাশ
»নেইমারের মনোযোগ ভাঙতে সাবেক বান্ধবীর মুখোশ দর্শকের মাঝে বিতরণ
রিশাদের শ্রদ্ধা ও ভক্তদের প্রতিক্রিয়া
রিশাদ হোসেনের পোস্টটি মাহমুদুল্লাহর প্রতি তরুণ প্রজন্মের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন। অনেক ভক্ত এই পোস্ট শেয়ার করে লিখেছেন, মাহমুদুল্লাহ শুধুমাত্র একজন ক্রিকেটার নন- বাংলাদেশ ক্রিকেটের এক অনুপ্রেরণার নাম।
ভক্তরা মনে করছেন, দেশের ক্রিকেটে তার অবদান এবং প্রভাব আগামী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে।
ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/এজে/এনজি
