
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর উইকেট নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।
তার দাবি, আন্তর্জাতিক ম্যাচের জন্য এই ধরনের পিচ ‘অগ্রহণযোগ্য’।
প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান দল ১৯.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। ম্যাচ শেষে ব্যাটারদের সিদ্ধান্তগত ভুল স্বীকার করে নিলেও হেসন তীব্রভাবে প্রশ্ন তোলেন উইকেটের মান নিয়ে।
আমি মনে করি, এটা কারও জন্যই আদর্শ নয়, বলেন হেসন।
দলগুলো এখন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। এই ধরনের পিচ আন্তর্জাতিক ম্যাচের জন্য মোটেও উপযুক্ত নয়। অবশ্যই, আমাদের ব্যাটিং ছিল হতাশাজনক। সেটির কোনো অজুহাত নেই। তবে উইকেট আন্তর্জাতিক মানের নয়।
পাওয়ারপ্লের আগেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। শুরুতে ফখর জামান কিছুটা আগ্রাসী ব্যাটিং করলেও সেটি দলের জন্য ভুল বার্তা হয়ে দাঁড়ায়। মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হন, তার ওপর ঘটে তিনটি রানআউট।
আরও পড়ুন:
»সিঙ্গাপুর ম্যাচে দেরি, বাফুফেকে এএফসির জরিমানা
»সাফে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (২১ জুলাই ২৫)
হেসনের বিশ্লেষণ, ফখর শুরুতে কয়েকটি ভালো শট খেলেছিল, যেটা হয়তো আমাদের ভুল বার্তা দিয়েছিল। মাঝের ওভারে আমরা বাজে শট নির্বাচন করেছি। বল আচমকা সিম করছিল, কিন্তু আমরা ঝুঁকির যথাযথ মূল্যায়ন করতে পারিনি।
তবে হেসনের দাবির সঙ্গে একেবারেই একমত নন ম্যাচসেরা বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। ম্যাচ জেতানো হাফ-সেঞ্চুরির পর তিনি বলেন, আমাদের তো পিচ নিয়ে কোনো সমস্যা হয়নি। আমরা তো ১৬ ওভারেই রান তাড়া করে ফেলেছি। ২০ ওভার খেললে ১৫০-১৬০ রান করাই যেত। মনে হচ্ছে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা পেরেছি।
তবু নিজের অবস্থানে অনড় হেসন। তার মতে, এ ধরনের উইকেট খেলোয়াড় তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায়।
ভালো ক্রিকেটার গড়ার জন্য মানসম্পন্ন উইকেট প্রয়োজন। বিপিএলে কিছু ভালো উইকেট আমরা দেখেছি, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের জন্য তা যথেষ্ট নয়।
বাংলাদেশ দল বিদেশে গেলে এই উইকেট তাদের প্রস্তুতিতে কোনো সহায়তা করে না। আর বিদেশি দলগুলোর জন্যও এটি সমস্যা তৈরি করে। আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না- এই পিচে ১০০ রান ভালো স্কোর, না ১৫০। এটা কোনো দলের জন্যই ইতিবাচক নয়।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, একই ভেন্যুতে।
ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৫/এসএ/এনজি
