টি-২০টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৪ হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন আফগান তারকা লেগস্পিনার রশিদ খান। রবিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ হ্যাটট্রিক করেন তিনি।
এর মাধ্যমে ২০ ওভারের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে চারটি হ্যাটট্রিক করলেন রশিদ। এছাড়া তিনটি করে হ্যাটট্রিক আছে অ্যান্ড্রু টাই, মোহাম্মদ শামি, অমিত মিশ্র, আন্দ্রে রাসেল ও ইমরান তাহিরের।
হ্যাটট্রিক করলেও অবশ্য ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছেন রশিদ। রিংকু সিংয়ের অতিমানবীয় পারফরম্যান্সে শেষ পাঁচ বলে ৫টি ছক্কা হজম করে ম্যাচ হারে তার দল গুজরাট।
আরও পড়ুন:
আরও পড়ুন: এভাবেও ম্যাচ জেতা যায়, দেখালো লিটনের কলকাতা!
ক্রিফোস্পোর্টস/০৯এপ্রিল২৩/এমএ
