Connect with us

ফুটবল

মেসির সঙ্গে খেলা নিয়ে যা বললেন লেভানদোভস্কি

মেসি ও লেভানদোভস্কি। ছবি- গুগল

লিওনেল মেসি অবসর নেওয়ার আগ পর্যন্ত অন্তত একবার তার সঙ্গে একই দলে খেলার আগ্রহের কথা জানিয়েছেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।

গ্রীষ্মে লেভানদোভস্কি বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দেন। ইতোমধ্যে ক্যাম্প ন্যুতে সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন এই পোলিশ তারকা। লা লিগায় বার্সেলোনা এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

এদিকে ৩৪ বছর বয়সী লেভানদোভস্কির সঙ্গে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বার্সেলোনার চুক্তি রয়েছে। এর সঙ্গে আরও এক বছরের চুক্তি বৃদ্ধির শর্ত রয়েছে। এর অর্থ হচ্ছে আরও কয়েক বছর ক্যাম্প ন্যুতেই থাকছেন এই ফরোয়ার্ড।

সম্প্রতি লেভানদোভস্কি জানিয়েছে বার্সার কিংবদন্তি খেলোয়াড় মেসির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে চান তিনি। আগামী মৌসুমে পিএসজির সুপারস্টার মেসির বার্সেলোনায় ফিরে আসার জোড় গুঞ্জন আছে।

পোল্যান্ডের এই অধিনায়ক বলেন মেসি বর্তমানে প্লেমেকার হিসেবে দলে বেশি ভূমিকা পালন করছেন। যেকোন স্ট্রাইকারেরই স্বপ্ন থাকে এরকম একজন খেলোয়াড়ের সঙ্গে এক দলে খেলার। লেভানদোভস্কি বলেন, ‘তবে এটা আমার উপর নির্ভরশীল নয়। এই মুহূর্তে তিনি প্লেমেকার হিসেবেই বেশি অবদান রাখছেন। এজন্য হয়তো গোল বেশি পাচ্ছে না। সতীর্থদের বেশি পাস দিচ্ছে, তাদের নিয়ে গোল করাচ্ছে ঠিকই, আবার নিজেও গোল করছে। তার সঙ্গে খেলার স্বপ্ন যেকোন স্ট্রাইকারেরই আছে।’

গত বছর করোনার কারণে বার্সেলোনা আর্থিক ক্ষতির মুখে পড়লে মেসির সঙ্গে আর চুক্তি বৃদ্ধি করেনি তারা। সে কারণে মেসি প্যারিসে পাড়ি জমান। চলতি মৌসুমের পরেই পিএসজির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। আর সে কারণেই চারিদিকে জোড় গুজব ফের বার্সেলোনায় ফিরছেন মেসি।

তবে বিভিন্ন রিপোর্টের সূত্রমতে জানা গেছে ৩৫ বছর বয়সী মেসি মৌখিকভাবে আরও এক বছর পিএসজিতে থাকার কথা জানিয়েছেন। সে কারণে এই মুহূর্তে মেসির সঙ্গে বার্সেলোনায় লেভানদোভস্কি এক সঙ্গে খেলার স্বপ্ন আপাতত বাস্তবায়নের সম্ভবনা অনেক কম।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল