Connect with us

ক্রিকেট

নামের পাশে ৫০০ উইকেট দেখতে চান হাসান মাহমুদ

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা ছিল তরুণ পেসার হাসান মাহমুদের। ডেথ ওভারে বোলিং করে ১২ বল করে দিয়েছেন মাত্র ৫ রান। এছাড়া শিকার করেছেন ২টি উইকেট। এর মধ্যে ছিল ইংলিশ অধিনায়ক জস বাটলারের উইকেটও।

এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শনিবার (১০ মার্চ) মিরপুর শেরে-ই বাংলার মাঠে সংবাদ সম্মেলনে আসেন তরুণ এই পেসার। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান? এর জবাবে তার অকপট জবাব, অবশ্যই ৫০০ উইকেট।

অপরদিকে প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে এবার সিরিজ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী হাসান। বলেন, টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ জিতবে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এক প্রজন্মের বিদায় ঘটতেই পথচলা শুরু হয় নতুনদের। বেশ কয়েকজন পেসার উঠে এসেছেন এই সময়ের মধ্যে। তাদেরই একজন পেসার হাসান মাহমুদ।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট